The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪

জাবি বাংলা সংসদের ভিপি মনীষা, জিএস সামশুল

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের ছাত্র সংসদের ২০২৪ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন মাস্টার্সের শিক্ষার্থী (৪৮ তম ব্যাচ) মনীষা হক এবং সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন স্নাতক চতুর্থ বর্ষের (৪৯ তম ব্যাচ) শিক্ষার্থী সামশুল আলম।

সোমবার দুপুর ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক খন্দকার শামীম আহমেদ।

এর আগে বাংলা বিভাগের শ্রেণিকক্ষে সকাল সাড়ে ১০টায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বেলা সাড়ে ১১টায় নির্বাচন শেষ হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামসুল আলম বলেন, আমাকে বাংলা সংসদ ২০২৪ নির্বাচনে বাংলা সংসদের সাধারণ সম্পাদক ( জিএস) হিসেবে নির্বাচিত করায় আমার ৪৯ তম ব্যাচসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত সংসদে আমি প্রচার সম্পাদক ছিলাম তাই সেখানে থেকে সংসদের কাজ সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে, আমি আশা করি আগামী দিন গুলোতে সকল সাংসদের মতের ভিত্তিতে আমরা বাংলা সংসদের সুনাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

নির্বাচনে সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ৫০ তম ব্যাচের শিক্ষার্থী রবিন মিয়া , শিক্ষা বিষয়ক সম্পাদক অমিত বিশ্বাস বাপ্পী, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম রাউফু, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো: আরিফুজ্জামান লিমন, সাংস্কৃতিক সম্পাদক ধীরাজ রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক-১ খাইরুল ইসলাম নাহিদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক-২ ফাতেমা মাহফুজ সারা, নাট্য সম্পাদক কাজী সাদিয়া আক্তার বিথী, সহ নাট্য সম্পাদক আবু নাঈম, ক্রীড়া সম্পাদক মো: সাদিকুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক-১ মো: বেলাল হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক-২ কায়েফ আহমেদ সিয়াম,, প্রচার সম্পাদক হুমাইরা আক্তার হ্যাপী এবং সহ-প্রচার ফাহিম ফয়সাল। এছাড়াও প্রতিটি ব্যাচ থেকে দুজন করে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা হলেন যথাক্রমে, ১ম বর্ষ (৫২তম ব্যাচ)ছাত্র মোঃ রাকিবুল হাসান, ছাত্রী মারিয়া আক্তার, ২য় বর্ষ (৫১তম ব্যাচ) ছাত্র মোঃ মোরসালিন, ছাত্রী সৈয়দা রুসনাত জাহান রামিসা, ৩য় বর্ষ (৫০তম ব্যাচ) ছাত্র প্রত্যয় সরকার, ছাত্রী সাথী রায়, ৪র্থ বর্ষ (৪৯তম ব্যাচ) ছাত্র সুমন কুমার সরকার, স্নাতকোত্তর (৪৮তম ব্যাচ) ছাত্র আইরিন আক্তার, ছাত্র শেখ সাদী হাসান, ছাত্রী লিমা আক্তার প্রমুখ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.