The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

জাবির জঙ্গলে মিলল হল কর্মচারীর ছেলের ঝুলন্ত মরদেহ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জঙ্গল থেকে জিসান আহমেদ (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ৬টায় জাবির শহীদ সালাম বরকত হল-সংলগ্ন জঙ্গলে ওই যুবকের মরদেহ ঝুলতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিসান আহমেদ বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের কর্মচারী নজরুল ইসলামের ছেলে। তার বাড়ি শেরপুর সদর উপজেলার চর শাহাবদীতে। তারা বিশ্ববিদ্যালয়ের কলাবাগান-সংলগ্ন এলাকায় থাকতেন।

কয়েকজন জানান, জিসান সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়েছে। সে বাড়িতে বেশ কিছু গরু পালন করতো। রোববার তার মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে ফাঁস নিতে পারেন।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলাম উজ্জামান জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.