The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪

জাবিতে স্টাইফেন্ড ফান্ডের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-অনুদান বিতরণ

জাবি প্রতিনিধি: আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছেন যুক্তরাজ্যে অবস্থানরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন স্টাইফেন্ড ফান্ড।

বুধবার (২৭ মার্চ) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের দর্শন বিভাগে অধ্যাপক কামরুল আহসানের তত্ত্বাবধানে এ বিতরণ সম্পন্ন হয়।

এ সময় সংগঠনের আহ্বায়ক অধ্যাপক কামরুল আহসান বলেন, আমাদের ছাত্রদের মধ্যে অনেকের আর্থিক অবস্থা একেবারে সূচনীয়। তারওপর অনেকের আবার টিউশনও থাকে না। এমতাবস্থায় স্টুডেন্টদের সার্বিক অবস্থা বিবেচনা করে এ শিক্ষা-অনুদান প্রদান করা হয়। প্রথমত দশজন শিক্ষার্থীদের মধ্যে দেওয়ার কথা থাকলেও চাহিদা বেশি থাকায় তেরো জনের শিক্ষার্থীদের আমরা বাচাই করি। আর আমি দৃঢ়ভাবে এও বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থীরাও ভবিষ্যতে এ ধরনের ভালো কজের ধারাগুলো অব্যাহত রাখবে। প্রকৃতপক্ষে ভালো কাজের কোনো রিটার্ন হয়না। বরং ভালো কাজের রিটার্নও আরেকটি ভালো কাজ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে তানজিন জাহান ফেরদৌসী জানান, এই অনুদান আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতে চাকরি জীবনে ইনশাআল্লাহ আমারাও এভাবে মানুষের পাশে থাকব। যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল বার্তায় যুক্ত ছিলেন জনাব ওয়াকারুল আমিন রনি। ভার্চুয়াল বার্তায় তিনি বলেন, এটা কোনো অনুদান নয়, এটা উপহারস্বরূপ। বিনিময়ে আমাদের প্রত্যাশা শুধু দোয়া আর ভালোবাসা। এছাড়াও যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, মো শহিদুল ইসলাম শহিদ ও আব্দুর রহমান মিঠু প্রমুখ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.