The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফলাফল বুধবার প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান জানান, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৫০টি কলেজের মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী ২ লাখ ৩৭ হাজার ১২৭ জন ৩য় বর্ষে প্রোমোটেড হয়েছে। পাসের হার ৯২ দশমিক ৬৬ শতাংশ।

সন্ধ্যা ৭টা থেকে এসএমএস-এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuh2Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং বিশ্বদ্যালয়ের ওয়েবসাইট www.results.nu.ac.bd I www.nubd.info থেকে ফলাফল জানা যাবে।

এলএলবি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এলএলবি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার এ ফলাফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় সারাদেশে মোট ১৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ১১৭ জন। পাসের হার ৭৬ দশমিক ৩ শতাংশ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.