The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪

জাতীয় দল নয়, বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছেন তামিম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে একেক সময় একেক তথ্য সামনে আসে। কখনও শোনা যায় তিনি বিসিবির পরিচালক হয়ে আসছেন। কখনও বা জাতীয় দলে তিনি ফিরছেন! আবার সম্প্রতি নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়তে চান, এমন খবর সামনে আসার পর থেকে তাকে ফের লাল-সবুজের জার্সিতে অধিনায়ক হিসেবে ফেরার জল্পনাও ছিল মিডিয়া ও ক্রিকেট পাড়ায়।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তামিম সম্প্রতি অনুশীলনে ফিরেছেন, যা তাকে ঘিরে ফের গুঞ্জনকে উস্কে দিয়েছে। তবে তামিম নিজেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানালেন আসল সত্য। এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে তামিম স্পষ্ট জানিয়েছেন, আপাতত তার লক্ষ্য কেবল বিপিএল।

এক টেলিভিশন সাক্ষাৎকারে তামিম বলেন, ‘দলে ফেরা বা না ফেরা – এসবের একটিও আমি বলিনি। মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যা শোনা যাচ্ছে, সেগুলো তাদের নিজেদের কল্পনা। আমি কখনোই বলিনি যে জাতীয় দলে ফিরছি বা ফিরবো না।’

নিজের পক্ষে কিছু না বলেও মিডিয়ার পক্ষ থেকে তার বিষয়ে বিভিন্ন নাটকীয়তা তৈরি হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। তামিম আরও বলেন, ‘মিডিয়া আর ইউটিউব কনটেন্ট নির্মাতারা এমন গল্প বানাচ্ছে যেন আমি বোর্ডের সঙ্গে মজা নিচ্ছি। এতে আমার সুনাম ক্ষুণ্ন হচ্ছে।’

দলে ফেরার বিষয়ে ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নে তামিম জানান, ‘এই বিষয়ে কারো সাথে কোনো আলোচনা করিনি। আমি বিপিএলের জন্যই নিজেকে প্রস্তুত করছি। আর এই মুহূর্তে জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা নেই।’

তামিম তার অনুশীলন দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমি তো বলিনি জাতীয় দলের জন্য তৈরি হচ্ছি বা ক্যারিবিয়ান সফরে যাওয়ার পরিকল্পনা করছি। এসব নিয়ে কোনো বিভ্রান্তি থাকার প্রয়োজন নেই।’

জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে কোনো নির্দিষ্ট বক্তব্য না দিলেও তিনি তার অনুরাগীদেরকে মিডিয়ার গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.