The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

রাষ্ট্রদূত নোমান চৌধুরী ২০২০ সালের ১১ নভেম্বর কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন। কূটনৈতিক জীবনে চৌধুরী নয়াদিল্লি, ইসলামাবাদ এবং নিউইয়র্কে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে প্রশাসন, বহিঃপ্রচার, বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়, প্রটোকল, জাতিসংঘ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ফরেন সার্ভিস একাডেমিসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন নোমান চৌধুরী। উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে স্নাতক উত্তীর্ণ হওয়ার পর তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদেন।

নোমান জাতিসংঘে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন। মুহিত চলতি বছরের ডিসেম্বরে অবসরে যাচ্ছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.