The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

জমকালো উদ্ভোবনী অনুষ্ঠানের মাধ্যমে মাভাবিপ্রবি স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জমকালো উদ্ভোবনী অনুষ্ঠানের মাধ্যমে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৪) বিকেল ৪ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন।

উদ্বোধনী অনুষ্ঠানে গার্ডিয়ানস অব বিজয় অঙ্গন ও হাতির কবর এক্সিলেন্স এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়।

এতে শরীরচর্চা শিক্ষা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মোঃ আব্দুল হালিম, মাভাবিপ্রবি স্পোর্টস ক্লাব এর সভাপতি মোঃ রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক অনিক ইসলাম অপুসহ এর সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ ও গ্র্যান্ড ডিনার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.