The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪

জবি শিক্ষার্থী সাজিদের জানাজা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন। বুধবার বিকেল সোয়া দুইটায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। তার জানাজা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক নূর নবী।

নূর নবী বলেন, সাজিদ ভাই আমাদের এখন রাষ্ট্রীয় বীর। তার জানাজা আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে বাদ মাগরিব করতে চাচ্ছি।

এদিকে সাজিদের মৃত্যুর খবর পাওয়ার পরই দায়ী সকলের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ফ্যাসিজমের আস্তানা ভেঙে দাও, গুড়ুয়ে দাও, টু জিরো টু ফোর, ফ্যাসিজম নো মোর, বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনা বিচার চাই সহ নানা স্লোগান দিতে থাকেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন আলম সান বলেন, আমরা আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দিতে পারি না। সাজিদের মৃত্যুতে জড়িত সকলের বচার চাই আমরা। সাজিদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা জবিয়ানরা আন্দোলন চালিয়ে যাবো।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী বলেন, এ মুহুর্তে আমাদের সকলকে ধৈর্য্য ধারন করতে হবে। সাজিদের জন্য আমদের সকলকে দোয়া করতে হবে।

এর আগে গত ৪ আগস্ট ইকরামুল রাজধানীর মিরপুরে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.