The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সোহান-সজিব

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাহিদ সরোয়ার সোহান এবং সাধারণ সম্পাদক সি এস ই বিভাগের শিক্ষার্থী সজিব হাসান।

সোমবার উপদেষ্টা মন্ডলীর সম্মতিক্রমে সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মন্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোট ৩১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি নাহিদ সরোয়ার সোহান বলেন, ‘এসো মিলি চুয়াডাঙ্গাবাসী মাথাভাঙ্গার স্রোতে ভাসি’ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সকল শিক্ষার্থীর মধ্যে ঐক্য ও ভাতৃত্ব বোধ যেন আরও দৃঢ় হয়, সে বিষয়ে আমারা সচেষ্ট থাকবো।

সাধারণ সম্পাদক সজিব হাসান বলেন, চুয়াডাঙ্গা থেকে আমরা প্রায় ৩০০ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত আছি। আমরা সকলে সংগঠনের সার্বিক কল্যাণে কাজ করবো।

এছাড়াও সংগঠনি প্রতিবছর শিক্ষার্থীদের ভর্তি ডেস্ক, নবিনবরণ, ইফতার মাহফিল, বৃত্তি প্রদান ও বিভিন্ন ভ্রমণের আয়োজন করে থাকে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.