The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

জবিতে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের আর্জেন্টিনা ও ব্রাজিল দল সমর্থনকারী শিক্ষার্থীদের মধ্যকার প্রীতি ম্যাচে ব্রাজিল দল জয়লাভ করেছে।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে ব্রাজিল সমর্থকরা। খেলা শুরুর ১০ মিনিটে রাজুর গোলে এগিয়ে যায় ব্রাজিল সমর্থক দল। এরপর আর্জেন্টিনা সমর্থক দল তাদের আক্রমণ আরও শক্তিশালী করার চেষ্টা করতে করতে ১৬ মিনিটের মাথায় আরও একটি রাজুর গোল হজম করে আর্জেন্টিনা। দুই গোল হজমের পর আর্জেন্টিনা দল চেষ্টা চালাতে থাকে গোল পরিশোধ করার। ২০ মিনিটের মাথায় একটি গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা সমর্থক দলের জাহিদ। পরবর্তীতে আর কোনো গোল না হওয়ায় ব্রাজিল সমর্থক দল জয়লাভ করে।

খেলা শেষে ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক নাজমুল সাগর বলেন, ‘আমরা একটি প্রীতি ম্যাচ খেললাম। বিভাগের প্রত্যেকের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক মজবুত করতে আজকের এই প্রীতি ম্যাচটি ভূমিকা রাখবে বলে মনে করছি।’

আর্জেন্টিনা সমর্থক দলের অধিনায়ক তাজ হাসান বলেন, ‘একটি খেলায় হার জিত সবসময় থাকবে। খেলা খেলার জায়গায়, খেলার জন্য আমাদের বন্ধুত্ব বা ভাইয়ের সম্পর্ক নষ্ট হোক এটা আমরা চাই না। প্রীতি ম্যাচ আনন্দ করার জন্যেই।’

খেলার আয়োজক কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক বলেন, ‘খেলা আমাদের মানসিক শক্তি বাড়ায়। বিশ্বকাপ ফুটবল ঘিরে আমাদের যে উত্তেজনা তা আরও বৃদ্ধি পেয়েছে এই প্রীতি ম্যাচে।’

এসময় ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল কাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের মধ্যে খেলা যেন এই মাঠের মধ্যেই থাকে, এই খেলার জন্য কেউ কারোর উপর মনোমালিন্য যেন না হয়।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার।

You might also like
Leave A Reply

Your email address will not be published.