The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

ছাত্রলীগের পদ পেতে দিতে হলো ৫০ নম্বরের লিখিত পরীক্ষা

রংপুরের কাউনিয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগ কমিটির জন্য পদপ্রত্যাশী প্রত্যেকে দিতে হয়েছে লিখিত পরীক্ষা। ছাত্রনেতা নির্বাচনের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার কলেজ মাঠে শুরু হয় কর্মী সভা। কর্মী সভা শেষে তাদের জীবন বৃত্তান্ত গ্রহণ করা হয়।

পদপ্রত্যাশী ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই দুটির আলোকে পরীক্ষায় অংশ নেন পদপ্রত্যাশীরা। ৫০ নম্বরের এই পরীক্ষায় অর্ধশতাধিক পদপ্রত্যাশী অংশ নেন। তাদের পরীক্ষার সময় বরাদ্দ ছিল ৩০ মিনিট।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানে না। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে ও শিখতে পারবেন। ‘কারাগারের রোজনামচা’ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপরই আমরা পরীক্ষা নিচ্ছি। এই পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে।

ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়ার ব্যপারে রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি প্রথম উপজেলা ও কলেজে সাংগঠনিক সম্মেলন। ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। কাজেই শুধু কাউনিয়া নয় জেলার সব ইউনিটে আমরা এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করব।

You might also like
Leave A Reply

Your email address will not be published.