The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪

ছয় সদস্যের সার্চ কমিটিতে তাহসানের মা জিন্নাতুন নেছা

ডেস্ক রিপোর্ট: বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম জায়গা করে নিয়েছেন ইসির ছয় সদস্যের সার্চ কমিটিতে। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি (অনুসন্ধান) গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জিন্নাতুন নেছা তাহমিদা বেগম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অষ্টম চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭৭ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন— হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

এর আগে বিসিএসের প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচিত পিএসসির গাড়িচালক আবেদ আলীকাণ্ড সামনে আসার পর প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে নাম আসে জিন্নাতুন নেছা তাহমিদা বেগমের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রচার করেন— ২০০২ সালের ৯ মে পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তাহসানের মা। তিনি দায়িত্ব নেওয়ার পরই ২৪তম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্নফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে, যা দেশজুড়ে আলোড়ন তুলেছিল।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.