The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

চাকরিতে স্থায়ী হলেন ১০৯ সিনিয়র স্টাফ নার্স

দেশের বিভিন্ন হাসপাতাল ও সেবাপ্রতিষ্ঠানে কর্মরত ১০৯ সিনিয়র স্টাফ নার্স চাকরিতে স্থায়ী হয়েছেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর গত সোমবার এক অফিস আদেশে এসব তথ্য জানিয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্সগণ নিয়োগপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যোগদান করেন। এক্ষুণে সিনিয়র স্টাফ নার্স পদে তাঁদের চাকরিকাল দুই বৎসরের অধিক এবং চাকরিকাল সন্তোষজনক হওয়ায় চাকরিতে প্রবেশের তারিখ হতে তাঁদের চাকরি স্থায়ীকরণ করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (নার্সিং), পরিচালক ও সিনিয়র সহকারী সচিবসহ (নার্সিং) সংশ্লিষ্ট সব বিভাগকে পাঠানো হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.