The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

চলমান অবরোধের সমর্থনে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চবি প্রতিনিধিঃ বিএনপি- জামায়াত সহ সমমনা দলগুলোর ডাকা হরতাল, অবরোধের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় সড়ক অবরোধ করে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি সকাল ৯টায় নগরীর কাজীর দেউড়ি থেকে লালখান বাজার মোড় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত সমাবেশে মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, এদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের দাবিতে আমাদের এই হরতাল-অবরোধ। স্বৈরাচারের পতন ঘটিয়ে মানুষের ভোটাধিকার তথা গণতন্ত্র পুনরুদ্ধার না-হওয়া পর্যন্ত আমরা তরুণ প্রজন্মকে সাথে নিয়ে এ লড়াই চালিয়ে যাবো। ইতিহাস বলে স্বৈরাচারের পতন হয় খুবই করুণভাবে, হাসিনা সরকারের পতনও হবে নির্মমভাবে। তাই রাষ্ট্র মেরামতের সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, তেমনি নিজেদের অধিকার আদায়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.