The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩

চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক নোমান

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে সভাপতি করা হয়েছে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসীন, সাধারণ সম্পাদক পদে একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক পদে দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন হৃদয় মনোনীত হয়েছেন। ৫ সদস্যবিশিষ্ট এ কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পাওয়া মো. ইয়াসিন বলেন, নতুন এ কমিটি নিয়ে আমি সন্তুষ্ট নই। কেননা সভাপতি আলাউদ্দিন মহসিন মাঠ পর্যায়ে সক্রিয় নয়। তিনি কিভাবে পদ পেলেন তা আমার জানা নেই।

কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন
হৃদয় বলেন, চবির ইতিহাসে সবচেয়ে সুন্দর কমিটি এটি। যারা এ কমিটি নিয়ে প্রশ্ন তুলছেন তারা মূলত তারেক রহমানেরই বিরোধিতা করছেন। সভাপতি যদি মাঠ পর্যায়ে সক্রিয় না হবেন তাহলে তিনার নামে একাধিক মামলা কেনো? এগুলো নিছক বিরোধিতা ছাড়া কিছুই না।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের অক্টোবরে খোরশেদ আলমকে সভাপতি ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এরপরের বছর ১৮ মে ২৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এরপর ২০২২ সালের ১১ নভেম্বর মেয়াদোত্তীর্ণ এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক নোমান

চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক নোমান

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে সভাপতি করা হয়েছে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসীন, সাধারণ সম্পাদক পদে একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক পদে দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন হৃদয় মনোনীত হয়েছেন। ৫ সদস্যবিশিষ্ট এ কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পাওয়া মো. ইয়াসিন বলেন, নতুন এ কমিটি নিয়ে আমি সন্তুষ্ট নই। কেননা সভাপতি আলাউদ্দিন মহসিন মাঠ পর্যায়ে সক্রিয় নয়। তিনি কিভাবে পদ পেলেন তা আমার জানা নেই।

কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন
হৃদয় বলেন, চবির ইতিহাসে সবচেয়ে সুন্দর কমিটি এটি। যারা এ কমিটি নিয়ে প্রশ্ন তুলছেন তারা মূলত তারেক রহমানেরই বিরোধিতা করছেন। সভাপতি যদি মাঠ পর্যায়ে সক্রিয় না হবেন তাহলে তিনার নামে একাধিক মামলা কেনো? এগুলো নিছক বিরোধিতা ছাড়া কিছুই না।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের অক্টোবরে খোরশেদ আলমকে সভাপতি ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এরপরের বছর ১৮ মে ২৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এরপর ২০২২ সালের ১১ নভেম্বর মেয়াদোত্তীর্ণ এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন