The Rising Campus
News Media
শনিবার, ১লা এপ্রিল, ২০২৩

চবির ‘বি’ ইউনিটের ফল ২৫ আগস্টের মধ্যে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবারের (২৫ আগস্ট) মধ্যে প্রকাশিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘বি’ ইউনিটের পরীক্ষার্থীদের ওএমআর শিট ইতোমধ্যে চলে এসেছে। আগামীকাল মঙ্গলবার থেকে ফল তৈরির কাজ শুরু হবে। কয়েকটি ধাপে ফল তৈরির কাজ করা হবে। সেজন্য ফল তৈরিতে কিছুটা সময় লাগবে।

এ প্রসঙ্গে চবির ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন জানান, আগামীকাল মঙ্গলবার থেকে ফল তৈরির কাজ শুরু হবে। আশা করছি চলতি সপ্তাহেই ফল প্রকাশ করতে পারব।

চবির ‘বি’ ইউনিটের আসনসংখ্যা ১ হাজার ২২১টি। পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৭৭৯ জন। এই ইউনিটে একটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ জন।

ওচবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় বাংলায় ৩৫, ইংরেজিতে ৩৫, সাধারণ জ্ঞানে ৩০ নম্বর বরাদ্দ ছিল। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. চবির ‘বি’ ইউনিটের ফল ২৫ আগস্টের মধ্যে

চবির ‘বি’ ইউনিটের ফল ২৫ আগস্টের মধ্যে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবারের (২৫ আগস্ট) মধ্যে প্রকাশিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘বি’ ইউনিটের পরীক্ষার্থীদের ওএমআর শিট ইতোমধ্যে চলে এসেছে। আগামীকাল মঙ্গলবার থেকে ফল তৈরির কাজ শুরু হবে। কয়েকটি ধাপে ফল তৈরির কাজ করা হবে। সেজন্য ফল তৈরিতে কিছুটা সময় লাগবে।

এ প্রসঙ্গে চবির ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন জানান, আগামীকাল মঙ্গলবার থেকে ফল তৈরির কাজ শুরু হবে। আশা করছি চলতি সপ্তাহেই ফল প্রকাশ করতে পারব।

চবির ‘বি’ ইউনিটের আসনসংখ্যা ১ হাজার ২২১টি। পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৭৭৯ জন। এই ইউনিটে একটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ জন।

ওচবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় বাংলায় ৩৫, ইংরেজিতে ৩৫, সাধারণ জ্ঞানে ৩০ নম্বর বরাদ্দ ছিল। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন