The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

চবির ক্যারিয়ার ক্লাব অফ আর্টস ফ্যাকাল্টি’র সভাপতি মোস্তাফিজুর, সম্পাদক ইউনুছ

সাইফুল মিয়া, চবিঃ  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদের শিক্ষার্থীদের নিয়ে কাজ করা “ক্যারিয়ার ক্লাব অফ আর্টস ফ্যাকাল্টি’র” তৃতীয় কার্যনির্বাহী পরিষদ-২০২৩ ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক২০১৯-২০ শিক্ষাবর্ষের ইউনুছ আলী।

১৮ সদস্যের এই কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যগণ হলেন- সহ সভাপতি- আজিজুল হক, আল-আমিন এবং সিরাজুম মনিরা, যুগ্ম সম্পাদক – শাহারুল ইসলাম এবং মোরশেদ ইসলাম, অর্থ সম্পাদক – মোঃ রিয়াদ মিয়া, সাংগঠনিক সম্পাদক- এম.এ ইব্রাহিম, এন.জি সাগর সিংহ এবং আশরাফুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক- মিরাজ হোসেন এবং ওমর এফ ফারাজি, শিক্ষা ও গবেষণা সম্পাদক- সাইফুল মিয়া এবং মমিনুর রহমান আসিফ, গনমাধ্যম ও যোগাযোগ সম্পাদক- জনিকা সাবনুর সাথী এবং একলাস উদ্দিন দিহান, নারী বিষয়ক সম্পাদক- জান্নাতুল ফেরদাউস।

এছাড়াও এই কমিটির মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন ক্লাবটির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা রুহুল আমীন।

ক্যারিয়ার ক্লাব অব আর্টস ফ্যাকাল্টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য একুশ শতকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে ক্যারিয়ার সংশ্লিষ্ট দক্ষতা, জ্ঞান ও মান উন্নয়নে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহায়তা প্রদান।

এ লক্ষ্যে প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি শিক্ষার্থীদের দক্ষতা ও মান উন্নয়নে ব্যাপক কার্যাবলী ও কর্মসূচি সম্পন্ন করেছে। নিয়মিত ওপেন পার্লামেন্ট, প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা, লিডারশীপ এন্ড কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, টিম ওয়ার্ক, আর্টিকেল রাইটিং, সিভি রাইটিং, ইংলিশ স্পিকিং কোর্স ও পাবলিক স্পিকিং উল্লেখযোগ্য। ক্লাবটির ব্যতিক্রমী দিক হলো তারা গতানুগতিক অন্য ক্লাবগুলোর ন্যায় খণ্ডকালীন ওয়ার্কশপ না করিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান পদ্ধতিতে কাজ করে।

করোনাকালীন সময়েও অনলাইনে শিক্ষার্থীদের জন্য তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল। এসময় অনলাইনের মাধ্যমে যুক্ত রেখে বিভিন্ন প্রশিক্ষন কর্মসূচি চলমান ছিল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.