The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪

চবিতে ৪র্থ মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টার এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ মুটকোর্ট প্রতিযোগিতা।

শুক্রবার (১নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল আনান ও রাকিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ.বি.এম আবু নোমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল, অ্যাসিস্টেন্ট জজ কাউসার মাহমুদ, সুপ্রিম কোর্টের আইনজীবী বদরুল হুদা মামুন-সহ আইন অঙ্গনের আরো অনেকেই উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় মোট অংশগ্রহণ করে এগারোটি দল। প্রত্যেক দলে আটজন করে সদস্য ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন “টিম লিগ্যাল লিবরিপ্যান” এবং রানারস্ আপ হয়েছেন “টিম লেক্স লিজিয়ন”।

অনুষ্ঠানের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, সিদ্ধান্ত গ্রহণে আমাদেরকে সর্বোচ্চ সর্তক হতে হবে,কারণ একটি সিদ্ধান্তই একটি সমাজ,একই রাষ্ট্রের চিত্র বদলে দিতে পারে। এই ধরনের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহায়তা করবে। তিনি এমন প্রতিযোগিতা আরো আয়োজন করার জন্য উৎসাহিত করেছেন যেহেতু এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের এডভোকেসি স্কিল ও স্পিকিং স্কিলের উন্নয়নে সাহায্য করে।

অধ্যাপক এ.বি.এম আবু নোমান বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে তারা যে ধরনের পার্ফ্রম করেছে তা আমাকে অভিভূত করেছে। তাদের এই ধরনের মুট ভবিষ্যতে কাজ করবে। নিলস যে পথ দেখাতে শুরু করেছে তা যেন শেষ না হয়। পরিবার, সমাজ, রাষ্ট্রে যেন তার প্রভাব পড়ে।

নিলস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার-এর সভাপতি রাব্বি তাওহিদ বলেন, এমনভাবে কাজ করতে হবে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ব রেংকিং- এ সর্বোচ্চ পর্যায়ে আসতে পারে।

সাধারণ সম্পাদক ইতমিনান মনির বাসিলিস বলেন ‘নিলস সিইউ মুটকোর্ট কম্পিটিশন আমাদের হৃদয়ের কাছের একটি ইভেন্ট। আমরা চাই প্রত্যেক বছর এরকম সুন্দর এবং প্রাণবন্ত আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকুক।

You might also like
Leave A Reply

Your email address will not be published.