The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫

চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৬৮ হাজার শিক্ষক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। স্কুল-কলেজে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা ৩৬ হাজার ৮৮২ জন।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন নিবন্ধনধারীরা।

চতুর্থ গণবিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএর ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় প্রকাশ করা হবে। একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.