The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪

গবেষণা প্রতিযোগিতায় সেরা দশে নিটারের ‘দ্যা কোয়ান্টাম লিপার্স’

 ডেস্ক রিপোর্ট: সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) বিআইএইচআরএম সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জ ৪.০ এর ন্যাশনাল কম্পিটিশনে সেরা ১০ টি দলের মধ্যে একটি হিসেবে নির্বাচিত হয়েছে।

“দ্যা কোয়ান্টাম লিপার্স” নামক ৪ সদস্যের দলটিতে নিটারের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ৪ জন শিক্ষার্থী ইশমাম জাওয়াদ, জাহিদুল ইসলাম, মো: রাবেদ হোসেন, ইমরান খান উক্ত দলের সদস্য ছিলেন।

“দ্যা কোয়ান্টাম লিপার্স ” উক্ত ন্যাশনাল  এবং লেভেল ৩ ডেজিগনেশন প্রোগ্রামে ৯০% স্কলারশিপ পায়। একইসাথে ইন্টারন্যাশনাল জার্নাল – “supply chain insider” এ তাদের রিসার্চ পেপার প্রকাশিত হয়।

তাদের এই সাফল্য  অত্যন্ত গর্বের যা বাকি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে ও তাদের অনুসরণ করেই এগিয়ে যাবে অনুজরা এবং নিটারের অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছে নিটার।

You might also like
Leave A Reply

Your email address will not be published.