The Rising Campus
News Media
বৃহস্পতিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৩

খুবিতে প্রশাসনিক কাজের গতি ত্বরান্বিত করতে আন্তঃবিভাগীয় সমন্বয়ে গুরুত্বারোপ

বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে রেজিস্ট্রারের মতবিনিময়

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের গতি আরও ত্বরান্বিত করতে বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

গত ২৯ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে নিয়ে যেতে বর্তমান উপাচার্য যোগদানের পর থেকে এ পর্যন্ত নানামুখী প্রচেষ্টা ও উদ্যোগ নিয়েছেন। যার ফলে একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে গতি পেয়েছে। নতুন পদক্ষেপ গ্রহণের ফলে দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে। তিনি প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন বিভাগ ও শাখার কাজের মধ্যে সমন্বয় সাধন, কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিতকরণ, কাজের গুণগত মান বৃদ্ধি এবং দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। সভায় প্রতিমাসে একটি সমন্বয় সভা অনুষ্ঠানসহ বেশকিছু প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহীত হয়।

মতবিনিময় সভায় অংশ নেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, শাখা প্রধান (সেন্ট্রাল স্টোর) অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান, শাখা প্রধান (প্রশাসন) উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মণ্ডল, শাখা প্রধান (সংস্থাপন-১) উপ-রেজিস্ট্রার মো. শহিদুল আলম হাওলাদার, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক এইচ এস শাহরিয়ার কামাল রানা, রেজিস্ট্রারের সচিব উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন। সভায় বিভিন্ন বিভাগীয় ও শাখা প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0
You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. হোম
  2. ক্যাম্পাস
  3. খুবিতে প্রশাসনিক কাজের গতি ত্বরান্বিত করতে আন্তঃবিভাগীয় সমন্বয়ে গুরুত্বারোপ

খুবিতে প্রশাসনিক কাজের গতি ত্বরান্বিত করতে আন্তঃবিভাগীয় সমন্বয়ে গুরুত্বারোপ

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের গতি আরও ত্বরান্বিত করতে বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

গত ২৯ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে নিয়ে যেতে বর্তমান উপাচার্য যোগদানের পর থেকে এ পর্যন্ত নানামুখী প্রচেষ্টা ও উদ্যোগ নিয়েছেন। যার ফলে একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে গতি পেয়েছে। নতুন পদক্ষেপ গ্রহণের ফলে দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে। তিনি প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন বিভাগ ও শাখার কাজের মধ্যে সমন্বয় সাধন, কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিতকরণ, কাজের গুণগত মান বৃদ্ধি এবং দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। সভায় প্রতিমাসে একটি সমন্বয় সভা অনুষ্ঠানসহ বেশকিছু প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহীত হয়।

মতবিনিময় সভায় অংশ নেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, শাখা প্রধান (সেন্ট্রাল স্টোর) অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান, শাখা প্রধান (প্রশাসন) উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মণ্ডল, শাখা প্রধান (সংস্থাপন-১) উপ-রেজিস্ট্রার মো. শহিদুল আলম হাওলাদার, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক এইচ এস শাহরিয়ার কামাল রানা, রেজিস্ট্রারের সচিব উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন। সভায় বিভিন্ন বিভাগীয় ও শাখা প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন