The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫

ক্ষতিগ্রস্তদের বই দেয়ার দুই সপ্তাহ পর এসএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রী দীপু ডা. মনি বলেছেন, সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার দুই সপ্তাহ পর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, কবে বই বিতরণ হবে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যা হওয়ায় আমরা এসএসসি-সমমান পরীক্ষা স্থগিত করেছি। বর্তমানে অনেক এলাকায় পানি নেমে গেছে, অনেক জায়গায় এখনো পানি রয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পানি নেমে গেছে সেগুলোতে কী ধরনের ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে।

বন্যায় পরীক্ষার্থীদের ক্ষতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বন্যায় আমাদের অনেক শিক্ষার্থীর বইপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নতুন বই দিতে হবে।

তিনি বলেন, বাড়তি বই বিতরণের পরও যদি বইয়ের সংকট দেখা দেয় তাহলে নতুন বই ছাপানো হবে। তবে বন্যা পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে তা এখনো বলা যাচ্ছে না। ফলে কবে থেকে এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে তা বলা যাচ্ছে না। এছাড়া করোনার সংক্রমণ বাড়লেও আপাতত স্কুল বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান তিনি।

নতুন কারিকুলাম নিয়ে মন্ত্রী বলেন, অনেকে প্রশ্ন তুলছেন যে নতুন কারিকুলামে ধর্মশিক্ষা তুলে দেওয়া হয়েছে। যারা এমনটি বলছেন, তারা না বুঝেই বিতর্ক করছেন। নতুন কারিকুলামে ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়নি, কখনো বাদ দেওয়া হবেও না। বরং এ কারিকুলামে ধর্মশিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.