হেদায়েতুল ইসলাম নাবিদ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মহান বিজয় দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় প্রশাসনিক ভবনের বিভিন্ন রুমে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সমসায়মিক বিষয় নিয়ে ২৫টি প্রশ্ন করা হয়েছে। যারা বিজয়ী হবে তাদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও মুঠোফোনে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিজয়ী ২০ জন শিক্ষার্থীকে ১৬ ডিসেম্বর বিকাল ৪টায় মুক্তমঞ্চে পুরস্কৃত করা হবে।
কুইজ প্রতিযোগিতা কমিটির আহবায়ক অধ্যাপক ড.মো.রশিদুল ইসলাম শেখ বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের (স্নাতক-স্নাতকোত্তর) মোট ২৮১ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতার জন্য আবেদন করলেও ১৫৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, কুইজ প্রতিযোগিতা কমিটির অন্যান্য সদস্যরা হলেন ড.মো.গোলাম মর্তুজা তালুকদার, ড.মুহাম্মদ সোহরাব উদ্দীন, হাসেনা বেগম, মো.কামরুল হাসান ও কমিটির সদস্য সচিব হিসেবে ছিলেন সহকারী নেটওর্য়াক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম।