The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪

‘কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায়’ ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের আফনান

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে অনুষ্ঠিত ২০২৪ সালের ‘কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায়’ ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশি শিক্ষার্থী আফনান হাসিন।‘জলবায়ু সংকট প্রতিরোধে ক্ষুদ্র পদক্ষেপ’ শিরোনামের প্রবন্ধ নিয়ে আফনান প্রতিযোগিতায় সিনিয়র ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে। গত ২৪ সেপ্টেম্বর পুরস্কারের সনদসহ প্রতিযোগিতার আয়োজকদের নিকট থেকে আনুষ্ঠানিক শুভেচ্ছার ইমেইল পেয়েছেন।

আফনান হাসিন ২০২৪ সালে শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে বর্তমানে বরিশাল সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত।

১৮৮৩ সালে শুরু হওয়া ‘কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা’ বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কুল শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা। প্রতি বছর বিশ্বের হাজারো কিশোর-তরুণ লেখক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই সৃজনশীল রচনা লেখা তরুণদের অর্জন ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার এবং তাঁদের কণ্ঠকে উন্নত করা ও দক্ষতা বিকাশের একটি উপায়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.