The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫

কাল দেওয়া হবে ৩৬ হাজার শিক্ষককের নিয়োগপত্র

৩৬ হাজার ১৩৮ জন শিক্ষকের মাঝে নিয়োগপত্র দিতে সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব নিয়োগপত্র প্রদান করবেন।

তবে বর্তমানে শিক্ষামন্ত্রী আইসোলেশনে থাকায় সশরীরে নাকি ভাচ্যুয়ালি সংযুক্ত থাকবেন তা এখনও নিশ্চিত নয়।

আর রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ২ হাজর ৬৫ জন এবং এনটিআরসি (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩৪ হাজর ৭৩ জন শিক্ষকের মাঝে নিয়োগপত্র প্রদান করা হবে।

জানতে চাইলে মোহাম্মদ আবুল খায়ের বলেন, শিক্ষামন্ত্রী আইসোলেশনে থাকায় সশরীরে নাকি ভাচ্যুয়ালি সংযুক্ত থাকবেন তা এখনও নিশ্চিত নয়। তবে ওই অনুষ্ঠানে তিনি নিয়োগপত্র প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে সবাইকে নিয়োগপত্র দেওয়া হবে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাইকে তো দেওয়া সম্ভব না। তবে কিছু শিক্ষককে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করা হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.