ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদেরকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির লক্ষ্যে দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্র করার আহবান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আবেদন শেষে আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা নির্বাচন কমিশনে প্রেরণ করবে বিশ্ববিদ্যালয়।
রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ঢাবির ওয়েবসাইট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদেরকে তাদের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এই সময়সীমা মধ্যে আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা নির্বাচন কমিশনে প্রেরণ করা হবে। নির্বাচন কমিশন থেকে এই তালিকা অনুমোদিত হবার পর শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ইমেইলের মাধ্যমে অবহিত করা হবে।
আবেদন করতে শিক্ষার্থীদের https://ssl.du.ac.bd/studentlogin এই ঠিকানায় গিয়ে ইনস্টিটিউশনাল ইমেইল আইডি ব্যবহার করে ড্যাসবোর্ডে লগইন করে প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে।