The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারে র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধিঃ র‍্যাব-১৫ ও র‍্যাব-০৭ যৌথ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত দুই আসামি কে কক্সবাজারের রামু ও কুমিল্লা বিশ্ব রোড় থেকে গ্রেফতার করেছে।

গত, ৩১ ডিসেম্বর দিবাগত রাত দেড় টায় রামু থানাধীন ফুটবল চত্ত্বর এবং কুমিল্লা বিশ্ব রোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ার আব্দুল বাচের এর ছেলে খাইরুল আমিন (২৮) নুরুল হকের ছেলে দেলোয়ার হোসেন (২৮) বর্ণিত এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামী দ্বয় কক্সবাজার সদর মডেল থানা এফআইআর নং-৫১/৭৯২ দ্বারা ১৪৩ /১৪৪/৩৪১/১১৪/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭ /৫০৬ পেনাল কোড ১৮৬০ মূলে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিড়িয়া) আবু সালাম চৌধুরী গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.