The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩

এবার মিরপুরে সমর্থকদের দুয়ো শুনলেন সাকিব

দেশের মাটিতে এমন কিছু হয়ত কখনোই শোনা হয়নি সাকিব আল হাসানের এর আগে বহুবারই বিতর্কে জড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে কখনোই দর্শকদের একতরফা রোষের মুখে পড়তে হয়নি তাকে। এবারই হয়ত এমন নেতিবাচক অবস্থানে আছেন সাকিব। যার প্রমাণ দেখা গেল মিরপুরের ইনডোর স্টেডিয়ামে।

মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় হারের পর কলকাতায় উড়ে গিয়েছে পুরো দল। আর সাকিব ধরেছেন দেশের পথ। নিজের রানখরা কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে ছুটে এসেছিলেন টাইগার অধিনায়ক। গতকাল বুধবার অনুশীলন করেছেন। ছিলেন আজ সকালেও।

প্রায় তিন ঘন্টার অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থকের রোষের মুখে পড়েন সাকিব। ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি ছুড়ে দেওয়া হয় সাকিবের প্রতি। এসময় একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন টাইগার অধিনায়ক।

গতকালই একদফা অনুশীলন শেষ করেছিলেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার আবার এসেছিলেন গুরু ফাহিমের কাছ থেকে ব্যাটিং ঝালিয়ে নিতে। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর সেখানে ৩ ঘন্টার বেশি সময় ধরে অনুশীলন শেষে দুপুর ১২টা ৪২ মিনিটে ত্যাগ করেছেন মিরপুর।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. এবার মিরপুরে সমর্থকদের দুয়ো শুনলেন সাকিব

এবার মিরপুরে সমর্থকদের দুয়ো শুনলেন সাকিব

দেশের মাটিতে এমন কিছু হয়ত কখনোই শোনা হয়নি সাকিব আল হাসানের এর আগে বহুবারই বিতর্কে জড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে কখনোই দর্শকদের একতরফা রোষের মুখে পড়তে হয়নি তাকে। এবারই হয়ত এমন নেতিবাচক অবস্থানে আছেন সাকিব। যার প্রমাণ দেখা গেল মিরপুরের ইনডোর স্টেডিয়ামে।

মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় হারের পর কলকাতায় উড়ে গিয়েছে পুরো দল। আর সাকিব ধরেছেন দেশের পথ। নিজের রানখরা কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে ছুটে এসেছিলেন টাইগার অধিনায়ক। গতকাল বুধবার অনুশীলন করেছেন। ছিলেন আজ সকালেও।

প্রায় তিন ঘন্টার অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থকের রোষের মুখে পড়েন সাকিব। 'ভুয়া ভুয়া' বলে দুয়োধ্বনি ছুড়ে দেওয়া হয় সাকিবের প্রতি। এসময় একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন টাইগার অধিনায়ক।

গতকালই একদফা অনুশীলন শেষ করেছিলেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার আবার এসেছিলেন গুরু ফাহিমের কাছ থেকে ব্যাটিং ঝালিয়ে নিতে। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর সেখানে ৩ ঘন্টার বেশি সময় ধরে অনুশীলন শেষে দুপুর ১২টা ৪২ মিনিটে ত্যাগ করেছেন মিরপুর।

 

পাঠকের পছন্দ

মন্তব্য করুন