The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

এবার প্রকাশ্যে এলো মাভাবিপ্রবি ছাত্রশিবির

মো.জাহিদ হোসেন,মাভাবিপ্রবি প্রতিনিধি: এবার প্রকাশিত হলো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন এহসানুল মাহবুব জুবায়ের ও সাধারণ সম্পাদক মো.হাফিজ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে টাংগাইল জেলা শিল্পকলা একাডেমীতে “ক্যারিয়ার গাইড লাইন ও নবীন উৎসব” শিরোনামে নবীনবরণ অনুষ্টানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদানের মাধ্যমে প্রকাশ্যে আসে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন ছাত্রশিবির মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক আহসান হাবীব ইমরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম, শহর ছাত্রশিবিরের সভাপতি মামুন আব্দুল্লাহ, সমাজসেবক আহসান হাবীব মাসুদসহ শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

মাভাবিপ্রবি শাখা শিবিরের সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ঢাকা জেলায়। সাধারণ সম্পাদক মোঃ হাফিজ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়।

নবীন শিক্ষার্থীদের হাতে কিছু বই, টি-শার্ট ও খাবার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.