The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

এখনই বিসিবি ছাড়ছেন না পাপন

নাজমুল হাসান যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর থেকে সবার কৌতূহল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে তিনি থাকবেন কি না। নাজমুল বারবার বলেছেন, মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবির দায়িত্ব ছাড়বেন তিনি।

সরকারের নতুন দায়িত্ব পাওয়ার পরদিনই বনানীতে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও মা আইভি রহমানের কবরে গিয়েছিলেন পাপন। সেখানে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এর পর গণমাধ্যমের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি সভাপতি– দুই দায়িত্ব একসঙ্গে চালিয়ে যাওয়া নিয়ে কথা বলেন পাপন, ‘আইনে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে বড় কথা। কথা হচ্ছে, একসঙ্গে যদি দুটিতেই থাকি, তাহলে মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি দৃষ্টিটা বুঝি আমার একটু বেশি। এটা অস্বাভাবিক কিছু নয়।’

কিন্তু তার অনুগত পরিচালকরা চান না এখনই বিসিবি থেকে সরে যান তিনি। বর্তমান কমিটির হাতে অনেক কার্যক্রম ঝুলে আছে। তাই মেয়াদ শেষ হওয়ার আগে বিসিবির পদ ছাড়ছেন না নাজমুল।

বিসিবির একটি সূত্র বিষয়টি জানিয়েছে। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৫ অক্টোবর। এরপর নতুন কমিটি নির্বাচিত হবে কাউন্সিলরদের ভোটে। তার আগেই চলমান কার্যক্রমগুলো শেষ করতে চায় এই কমিটি। এছাড়া নাজমুল আইসিসির বিভিন্ন দায়িত্বে থাকায় সেটাও বিবেচনা করতে হচ্ছে। পরিচালকদের চাপাচাপিতেই মূলত বিসিবির সভাপতি পদে থেকে যেতে হচ্ছে নাজমুলকে।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.