The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

একাদশে ভর্তি, দেশে দ্বিতীয় সর্বোচ্চ আবেদন বাঙলা কলেজে

সাঈদ মঈন, সরকারি বাঙলা কলেজ: একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন পরিসংখ্যান হতে জানা গেছে, এ বছর উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য সবচেয়ে বেশী আবেদন জমা পড়েছে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজে এবং দ্বিতীয় সর্বোচ্চ আবেদন জমা পড়েছে রাজধানীর সরকারি বাঙলা কলেজে।

শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী এরপর রয়েছে- আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সিটি কলেজ, চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, ঢাকার বি এ এফ শাহীন কলেজ, কবি নজরুল সরকারি কলেজের নাম।

তবে ভর্তি পরীক্ষা হওয়ায় নটর ডেম, হলি ক্রস, সেন্ট জোসেফসহ মিশনারি পরিচালিত কলেজগুলোকে কেন্দ্রীয় ভর্তি পরিসংখ্যানের অন্তর্ভুক্ত করা হয়নি। এগুলো বাদে দেশের সব কলেজ ও মাদরাসায় উচ্চ মাধ্যমিকে ভর্তিচ্ছুদের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হয়েছে।

পরিসংখ্যান হতে জানা যায়, শীর্ষে থাকা আনন্দমোহন কলেজে ১৮১টি আসনের বিপরীতে ৪৬ হাজার শিক্ষার্থী এ প্রতিষ্ঠানটিতে ভর্তির জন্য পছন্দ তালিকায় স্থান দিয়েছেন।

তালিকায় ভর্তিচ্ছুদের পছন্দ অনুযায়ী দ্বিতীয় স্থানে আছে রাজধানীর সরকারি বাঙলা কলেজ। এ কলেজে ১ হাজার ৬৮০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন বা পছন্দ তালিকার শীর্ষে কলেজটিকে রেখেছেন।

তৃতীয় অবস্থানে আছে ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। ১ হাজার ৯৯৫টি আসনের বিপরীতে ৩৩ হাজার ৭৬৮ শিক্ষার্থী এ প্রতিষ্ঠানটিকে পছন্দক্রমে রেখেছেন।

চতুর্থ অবস্থানে আছে ঢাকা সিটি কলেজ। ৪ হাজার ৮২ আসনের বিপরীতে ৩০ হাজার ৭৬৮ শিক্ষার্থী কলেজটিকে পছন্দ তালিকায় রেখেছেন।

পঞ্চম অবস্থানে আছে চট্টগ্রামের সরকারি সিটি কলেজ। এ কলেজের ২ হাজার ১৮০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ১৪৭ জন শিক্ষার্থী।

ষষ্ঠ অবস্থানে থাকা ঢাকার বি এ এফ শাহীন কলেজে ২ হাজার ২৩২ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩০ হাজার ১৪৭টি।

সপ্তম অবস্থানের রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ১ হাজার ৬২১টি আসনের জন্য আবেদন পড়েছে ২৯ হাজার ৪১৬টি।

অষ্টম অবস্থানে রয়েছে চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ। এ কলেজের ১ হাজার ৪২৫ আসনের বিপরীতে ২৯ হাজার ৬৯ শিক্ষার্থী কলেজটিকে পছন্দের তালিকায় রেখেছেন।

তালিকায় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অবস্থান নবমে। কলেজটির ১ হাজার ৪০০ আসনে আবেদন পড়েছে ২৭ হাজার ৪০২ শিক্ষার্থীর।

দশম অবস্থানে রয়েছে চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে। এ প্রতিষ্ঠানের ১ হাজার ৭৩৫ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৫৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

ইতোমধ্যে একাদশে ভর্তি শুরু হয়েছে। ভর্তিচ্ছুরা আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচিত হওয়া কলেজে ভর্তি হতে পারবেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.