The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

একসঙ্গে ওমরা পালনে গেলেন ৭ ভাই

পাবনার ঈশ্বরদীর আপন সাত ভাই  একসঙ্গে ওমরা পালন করতে সৌদি আরবে গেছেন। একসঙ্গে সাত ভাইয়ের ওমরা পালনের বিষয়টি এলাকায় ব্যাপক প্রশংসা ও আলোচনার সৃষ্টি করেছে। আলোচিত সাত ভাই ব্যবসার সঙ্গে জড়িত।

এই সাত ভাই হলেন, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা গ্রামের মৃত আবেদ আলী মুন্সীর ছেলে মো. ফজলুল হক (ভাঙন), ডা. মো. আলমগীর পারভেজ, মো. সেলিম হোসেন, মো. রিয়াজুল ইসলাম (চুনু), মো. আনোয়ার হোসেন, মো. আনজারুল ইসলাম এবং মো. রাসেল রানা।

সাত ভাই আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

সাত ছেলের এমন কাজে খুশি শতবর্ষী মা ফজিলা বেগম। তিনি বলেন, আমার খুব ভালো লাগছে। আনন্দ বলে বোঝাতে পারবো না। আমি বেঁচে থাকতেই আমার সাত ছেলে একসঙ্গে পবিত্র ওমরা পালন করতে গেল- আমার এজন্য এর চেয়ে খুশির খবর আর কী আছে। দোয়া করি, আমার সাত ছেলেই যেন সুস্থ, সবল অবস্থায় আবার আমার কোলে ফিরে আসে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.