The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩

উৎসবমুখর পরিবেশে কুবিসাসের নির্বাচন চলছে

কুবি প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস’র) ৮ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

মোট ৯টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থীকে নিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই পদগুলোতে কোনো নির্বাচন হচ্ছে না।

অন্য দিকে সভাপতি পদে তিনজন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দুইজন এবং ২টি কার্যকরী সদস্য পদের বিপরীতে ৩জন প্রতিদ্বন্দিতা করছেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. উৎসবমুখর পরিবেশে কুবিসাসের নির্বাচন চলছে

উৎসবমুখর পরিবেশে কুবিসাসের নির্বাচন চলছে

কুবি প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস'র) ৮ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

মোট ৯টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থীকে নিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই পদগুলোতে কোনো নির্বাচন হচ্ছে না।

অন্য দিকে সভাপতি পদে তিনজন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দুইজন এবং ২টি কার্যকরী সদস্য পদের বিপরীতে ৩জন প্রতিদ্বন্দিতা করছেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন