The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫

উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পুনরায় বিজ্ঞপ্তি

উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য আবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে আগে যাঁরা আগে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

পদের বিবরণ
সহকারী শিক্ষক (ইংরেজি ভার্সন)
পদার্থবিজ্ঞান-১

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-১
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (বিএড ডিগ্রিধারী) এবং ১২,৫০০-৩০,২৩০ টাকা (বিএড ব্যতীত)

প্রদর্শক
পদার্থবিজ্ঞান-১
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

কম্পিউটার ল্যাব অপারেটর-১
যোগ্যতা: কম্পিউটার ডিপ্লোমা বা স্নাতকসহ এক বছর মেয়াদি কোর্সের সনদ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

যেভাবে আবেদন:
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মুঠোফোন নম্বরসহ) ও পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটসহ আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন ফি:
সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে জেনারেল ফান্ড হিসেবে উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকার অনুকূলে সহকারী শিক্ষক ও প্রদর্শক পদে ১ হাজার টাকা এবং কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৩০০ টাকা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৩/৩, ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

You might also like
Leave A Reply

Your email address will not be published.