The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪

উচ্চ মাধ্যমিকে ভর্তি আবেদন শুরু হচ্ছে ৮ ডিসেম্বর

টিআরসি রিপোর্টঃ উচ্চ মাধ্যমিকে (একাদশ শ্রেণি) অনলাইন ভর্তির প্রথম ধাপের আবেদন আগামী ৮ ডিসেম্বর  শুরু হচ্ছে। এ ধাপের আবেদন কার্যক্রম চলবে ডিসেম্বর মাসের  ১৫ তারিখ পর্যন্ত। এরপর এক সপ্তাহ পর ফল প্রকাশ করা হবে।

মোট তিন ধাপে আবেদন গ্রহণ ও ফল প্রকাশ করা হবে। এরপরও যদি দেখা যায় কেউ ভর্তির বাইরে আছে তবে আরেক ধাপ বাড়ানো হবে।

সম্প্রতি একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এটি চূড়ান্ত করা হয়। আগামী ৮ ডিসেম্বর প্রথম ধাপের অনলাইন আবেদন শুরু হয়ে ১৫ ডিসেম্বর শেষ হবে। এরপর এক সপ্তাহ পর ফল প্রকাশ করা হবে। এভাবে তিন ধাপে আবেদন গ্রহণ ও ফল প্রকাশ করা হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.