The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

ইবি রোভার স্কাউট গ্রুপের তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান সম্পন্ন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের মধ্যবর্তী বটতলায় এই আয়োজন করা হয়।

গত বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। এরপর সহচরদের দীক্ষা প্রদানের মাধ্যমে শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠানটি শেষ হয়েছে। সহচরদের দীক্ষা প্রদান করেন স্কাউট লিডার (আরএসএল) প্রফেসর ড. আমিনুল ইসলাম।

দীক্ষানুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী , সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, আব্দুর রাজ্জাক ও তারেক রেজা খান, সাংগঠনিক সম্পাদক আরিয়ান জিয়া, দপ্তর সম্পাদক আবু তালহা আকাশ, পাঠাগার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কুলছুম আক্তার, ক্রিড়া সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম উপস্থিত ছিলেন।

তিন দিন ব্যাপী এই তাঁবুবাস ও দীক্ষানু্ষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় অর্ধ শতাধিক সহচর। প্রতিটি উপদলে ৬ জন সদস্য নিয়ে মোট ৯ টি উপদল গঠিত হয়। উপদল গুলো হলো পর্যায়ক্রমে- গুড টার্ন, গিলওয়েল, রোজ হিল, হাইড পার্ক, ম্যাকলার্ন, ম্যাফেকিং, ব্রাউন্সি, হেনরিটা গ্রেসা, চার্টার হাউস।

ইবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী বলেন, ‘দীক্ষা গ্রহণের মাধ্যমে তারা বিশ্ব স্কাউটসের সদস্য হিসেবে পরিণত হলো। আমি মনে করি তারা দেশ, জাতি এবং সমাজের সার্বিক কল্যাণে নিয়োজিত থাকবে’।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রোভারদের অংশগ্রহণে হাইকিং, মহা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান ও নাচ প্রদর্শিত হয়। এছাড়া রোভারদের স্কাউট ওন সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.