The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

ইবি রিপোর্টার্স ইউনিটির বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন

ইবি প্রতিনিধি : মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র ২০২৩-২৪ বাৎসরিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের উপস্থিতিতে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর আমান।

রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আদনান, সাংগঠনিক সম্পাদক সোহান সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা নওশীন তিতলী এবং কার্যনির্বাহী সদস্য যাহিদ, ইমন, মংক্যচিং, সাকিব সহ অন্যান্য সদস্যরা।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান বলেন, রিপোর্টার্স ইউনিটির এরকম ভিন্নধর্মী উদ্যোগে আমি আনন্দিত। আশা করছি ভবিষ্যতেও তাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সত্যের চেয়ে বড় কিছু নেই।সাংবাদিকদের উচিত সর্বদা সত্যের পথে অবিচল থাকা। বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক রাখতে ক্যাম্পাস সাংবাদিকদের অবদান অনেক। তাদের চেষ্টাকে অস্বীকার করার উপায় নেই।

এছাড়া তিনি আরও বলেন, সাংবাদিক সংগঠন হিসেবে ক্যালেন্ডার তৈরীর এরকম ব্যতিক্রমী উদ্যোগ এর আগে দেখা যায়নি। রিপোর্টার্স ইউনিটি’র এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। এতে করে কম বয়সেই দায়িত্ব গ্রহণের প্রবণতা জন্মাবে। আপনাদের এরকম উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.