The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪

ইবি ভিসির কার্যালয়ে তালা; মাইক বাজিয়ে আন্দোলন

নিয়ামতুল্লাহ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি অফিসে তালা দিয়ে আন্দোলন করেছে অস্থায়ী চাকরিজীবী পরিষদ। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় প্রশাসন ভবনের সামনে ফাঁস হওয়া অডিও ক্লিপ মাইকে বাজিয়ে আন্দোলন করেন তারা।

এসময় আন্দোলনকারীরা ‘হই হই রই রই, সালাম চোর গেলি কই’ ‘সালাম চোরের চামড়া তুলে নিবো আমরা’ ‘শেখ হাসিনার বাংলায় দূর্নীতির ঠাই নাই’ ‘শেখ হাসিনার বাংলায় সালাম চোরের ঠাই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ফাঁসের ঘটনায় ভিসির পদত্যাগের দাবিতে অস্থায়ী চাকরিজীবী পরিষদ গত ১৯ ও ২০ এ ফেব্রুয়ারি আন্দোলন করে। পরেরদিন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা রেখে আন্দোলন বিরত রাখে আন্দোলনকারীরা। মধ্যে একদিন বিরতি নিয়ে আজ (বুধবার) আবারও আন্দোলন শুরু করে তারা। আন্দোলন এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি “ফারাহ জেবিন” ও “মিসেস সালাম” পৃথক দুইটি ফেসবুক আইডি থেকে ৫টি অডিও ক্লিপ ভাইরাল হয়। পরে “আল বিদা” নামে ফেসবুক আইডি থেকে ভিসির আরও একটা অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিওতে চাকরির প্রশ্নের বিষয়ে কথোপকথন, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসিকে কথা বলতে শোনা যায়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.