The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪

ইবি ক্রিকেট ক্লাবের সভাপতি ফাহিম, সম্পাদক পাপন

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট ক্লাবের আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফাহিম ফয়সালকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হাসান পাপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে এ কমিটির ঘোষণা দেন সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান মন্ডল। এছাড়া সংগঠনটির সাবেক সভাপতি শাহিনুর ইসলাম ফিরোজ ও সাধারণ সম্পাদক এইচ এম বুলবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমেও এ তথ্য জানা যায়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. রেজওয়ান খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা জিম।

আগামী একবছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবেন। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.