The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪

ইবি কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮ টায়

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় একটিমাত্র জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বুধবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ঈদুল ফিতরের জামাতের বিষয়ে জানান।

অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ঈদের দিন সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে। সেখানে প্রশাসনের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ’সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাদের জামাতে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তিনি নিজেও এ জামাতে উপস্থিত থাকবেন বলে জানান।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ঈদ জামাতের সময়সূচি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাইকিং ও মসজিদে আবারও সময়সূচি বলা হবে। এদিকে পেশ ইমামের দায়িত্বে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মো: আমিনুল ইসলামের থাকার কথা রয়েছে।

নিরাপত্তা বিষয়ে প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, নিরাপত্তার স্বার্থে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করাই আছে।

তিনি আরও বলেন, ঈদের আগের দিন থেকে পরের ৩ দিন পর্যন্ত প্রক্টরিয়াল বডির নেতৃত্বে নিরাপত্তা টিম থাকবে, ইবি থানার পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বৃহস্পতিবার ১১ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতরের দিন ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.