The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

ইবির শূণ্য আসন পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত শিক্ষাবর্ষের শূন্য আসন পূরণের লক্ষে ‘এ’ ইউনিটের মেধাক্রম ১৫৫৭ থেকে ৫৫৩০, ‘বি’ ইউনিটের মেধাক্রম ২৬৩ থেকে ২৬৬০ এবং ‘সি’ ইউনিটের মেধাক্রম ৫৮৬ থেকে ১৭৩০ এর মধ্যে বিভাগ না পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে অথবা বিশ্ববিদ্যালয়ের ইউনিট অফিসে আগামী ১৫ ও ১৬ জানুয়ারি স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে হবে। আগামী ১৭ জানুয়ারি আগ্রহ প্রকাশ করা শিক্ষার্থীদের মধ্য থেকে ৮ম মেধাতালিকা প্রকাশ করা হবে।

পরবর্তীতে ১৮ ও ১৯ জানুয়ারি মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়।

উল্লেখ্য, ৭ম মেধাতালিকায় ভর্তি কার্যক্রম শেষে ইবিতে ১৯৯০ আসনের মধ্যে খালি রয়েছে ৪৬৪ টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩৪৪, ‘বি’ ইউনিটে ৯১ এবং ‘সি’ ইউনিটে ২৯।

You might also like
Leave A Reply

Your email address will not be published.