The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

ইবির ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

ইবি প্রতিনিধি: ‘Pharmacy strengthening health systems’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৩।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উৎসবমুখর পরিবেশে দিবসটির আয়োজন করা হয়। শুরুতে ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী ম্যুরালের পাদদেশে গিয়ে শেষ হয়ে। র‍্যালিতে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার, প্রভাষক রেহনুমা তানজিন ও রসূল করিম।

র‍্যালিশেষে বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ননীফল, শ্বেতচন্দন, অ্যাভোক্যাডো সহ ১০ টি ঔষধি বৃক্ষ রোপন করা হয় এবং কেক কাঁটা হয়।

দিবসটি উপলক্ষে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার বলেন, আগে মনে করা হতো ফার্মাসিস্টরা শুধু ঔষুধ তৈরী করে তবে এখন তাদের হেলথ সিস্টেমের ভেইনগার্ড বলা হয়। তাই ফার্মাসিস্টরা বর্তমানে সরাসরি পেশেন্টদের সাথে জড়িত। ঔষধের সংরক্ষণ, রোগীদের কাউন্সিলিং এর মতো গুরুত্বপূর্ণ কাজে ফার্মাসিস্টরা অবদান রাখছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.