The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

ইবিতে বি.এড ও এম.এড কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯১ ভাগ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) অধীন ব্যাচেলর অব এডুকেশন (বিএড), মাস্টার্স অব এডুকেশন (এমএড) ও ডিপ্লোমা ইন লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবন এবং রবীন্দ্র নজরুল কলা ভবনে একযোগে এ ভর্তি পরীক্ষা শুরু হয়।

জানা যায়, এবছর বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৩০৯ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৮২ জন। এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ৪৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৫ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ৮০টি আসনের বিপরীতে আবেদন করেন ৫৭ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৭ জন। যা মোট পরীক্ষার্থীর ৯০.৭৮ শতাংশ।

এদিকে পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ প্রমুখ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

সার্বিক বিষয়ে আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. মামুনুর রহমান বলেন, এবারের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির সংখ্যাও বেশ সন্তোষজনক। প্রায় ৯১ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.