The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

ইবিতে বঙ্গবন্ধুর দেয়ালচিত্র উন্মোচন

নিয়ামতুল্লাহ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেল হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিনে শেখ রাসেল হল ছাত্রলীগের সহযোগিতায় ‘অনুকল্প’ এ দেয়ালচিত্র উন্মোচন করে।

দেয়ালচিত্র উন্মোচনের সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহ সভাপতি নাঈমুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এছাড়া অনুকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুকল্পের এক সদস্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষে তার চেতনা ও ভাবানুবাদ কে জীবিত রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা। শিল্প ও সংস্কৃতিকে পরিবর্তনশীলতার ধারায় প্রবহমান করাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য।

উল্লেখ্য, ‘অনুকল্প’ সংগঠনটি ক্যাম্পাসে শিল্প ও সংস্কৃতিতে পরিবর্তন আনার লক্ষ্যে ২০২২ সালের ৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.