The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪

ইবিতে ‘ক্যাপ’র নতুন নেতৃত্বে রাবেয়া ও ফারুক

ইবি প্রতিনিধি : ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম (ক্যাপ) কুষ্টিয়া জোনের ২০২৩-২৪ অর্থবছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের রাবেয়া খাতুন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফারুক আহমেদ।

শনিবার (১৫ জুলাই) ক্যাপ ফাউন্ডেশনের সভাপতি ডা. সাইফুল ইসলাম মুসা এবং সাধারণ সম্পাদক ফারজানা আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়।

কমিটিতে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিদওয়ানুল হক সাকিন, দপ্তর সম্পাদক শাহরিয়ার নাফিস, সহকারী দপ্তর সম্পাদক ইত্তেশাম বিন আজাদ, অর্থ সম্পাদক মিন্টু হাসান, সহকারী অর্থ সম্পাদক আলআমিন রুশো, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাদিয়া মুবাশ্বিরা শ্বষী, সহকারী যোগাযোগ বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, তহবিল সংগ্রহ বিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম কলি, সহকারী তহবিল সংগ্রহ বিষয়ক সম্পাদক খন্দকার তানজিলুর রহমান, ক্যান্সার শিক্ষা বিষয়ক সম্পাদক রুহানি চৌধুরী, আইটি বিষয়ক সম্পাদক পরিমল রয়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিম খাতুন।

উল্লেখ্য, নারীদের ক্যানসার সচেতনতা সৃষ্টিকারী সংগঠন ‘ক্যাপ’ ২০১৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) থেকে যাত্রা শুরু করে। বর্তমানে দেশের ৫টি অঞ্চলে স্তন ক্যানসার এবং জরায়ু মুখের ক্যানসার নিয়ে কাজ করে এই সংগঠনটি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.