The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

ইবিতে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের মুট কোর্ট অনুশীলন

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মুট কোর্ট ও মক ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ ফেব্রুয়ারী) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ মুট কোর্ট অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি শাহিদা আখতারের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জাজ আদালতের এডভোকেট মো: আবদুল মতিন, কুষ্টিয়া জেলা ও দায়রা আদালতের সিনিয়র সহকারী জাজ মো: আজহারুল ইসলাম, ঝিনাইদহ জেলা ও দায়রা আদালতের সিনিয়র এডভোকেট মো: নজরুল ইসলাম, কুষ্টিয়া জেলা ও দায়রা আদালতের সিনিয়র এডভোকেট সংকর মজুমদার, কুষ্টিয়া জেলা ও দায়রা আদালতের গভর্নমেন্ট প্লিডার এডভোকেট আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া বার এসোসিয়েশনের সাবেক সভাপতি রবিউল ইসলাম সহ বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ২২-২৩ শিক্ষাবর্ষের প্রায় চার শতাধিক শিক্ষার্থী।

এসময় ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শাহিদ আক্তার বলেন, আমাদের একদম ই নতুন একটি বিভাগ হলেও আমাদের পথচলা চলমান রয়েছে। করোনার কারণে দুইবছর বন্ধ থাকায় পরে আমরা প্রায়োগিক ক্ষেত্রে চার থেকে সাড়ে চার বছর সময় পেয়েছি পুরো বিষয়টি গুছিয়ে নেয়ার জন্য। প্রথম ব্যাচ থেকে সুপারিশ প্রাপ্ত একজন জজ বিভাগটি অর্জন করেছে। এছাড়া আমাদের আরো ৫ জন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশের বাইরে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ যারা এখনো তাদের পাট গঠন শেষ করে বের ই হতে পারে নাই তাদেরই এই ধরনের সাফল্য আমাদেরকে অনেক স্বপ্ন দেখায়।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এধরণের মক ট্রায়াল এবং মুট কোর্টের মাধ্যমে উকিল, মোক্তার, বিচারক কিভাবে কাজ করে তা শেখা যায়। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ছাত্র অবস্থায় কিছু কিছু জানতে পারবে,শিখতে পারবে। আমাদের ছাত্রদের কোর্টের জন্য যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবো যদি এরকম কার্যক্রম চালু রাখতে পারি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক গর্বের বিষয় হচ্ছে যে এখানকার ল’ ডিপার্টমেন্ট অনেক পুরোনো এবং ল’ এর সবচেয়ে প্রয়োজনীয় পার্ট হলো ল্যান্ড। বিশ্ববিদ্যালয়টি ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট নামে একটি কোর্স পরিচালনা করছে। ইতোমধ্যে আমাদের যে প্রোডাক্ট, তা বাজারে বিপনন যোগ্য এবং তা বাজারে বিক্রি হচ্ছে। অলরেডি আমাদের বেশকজন শিক্ষার্থীরা জুডিশিয়াল পরীক্ষায় তাদের নিজ নিজ যোগ্যতার প্রমাণ রেখেছে।

উল্লেখ্য, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগে ৪র্থ বর্ষের পাঠ্যসূচিতে ইন্টার্নশিপ ও মুট কোর্ট অনুশীলন নামে একটি অংশ রয়েছে। যেখানে ইন্টার্নশিপ অংশে শিক্ষার্থীরা আইন পাঠের পর বিভিন্ন আদালতের আইনজীবীদের মাধ্যমে বাস্তবিক অভিজ্ঞতা লাভ করে এবং মুট কোর্ট অনুশীলন অংশে একটি কাল্পনিক আদালতও থাকে। যেখানে জজের আসনে বসে বিচারক এবং কাল্পনিক মামলার পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন কর হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.