The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪

ইএমকে সেন্টারে সোশ্যাল মিডিয়া নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত

আফিফ আইমান: সাইবার নিরাপত্তা সচেতনতার প্রসারে কাকতাড়ুয়া এর উদ্যোগে ‘ফার্স্ট এইড অফ সোশ্যাল মিডিয়া প্রবলেমস’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার ইএমকে সেন্টারে অনুষ্ঠির্ত হয়। কাকতাড়ুয়া এর প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারের লক্ষ্য ছিল শিক্ষার্থীদেরকে সাইবার বুলিং, হয়রানি এবং হ্যাকিংসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সমস্যার সমাধানে প্রয়োজনীয় জ্ঞান ও টুলস সরবরাহ করা।

‘ক্যালচারাল ফিউশন অ্যান্ড ডিজিটাল সলিউশন’ নামে আয়োজিত এই সেমিনারটিতে পার্টনার হিসেবে যুক্ত ছিল কালচারাল ক্লাসিসিস্টস, এসআর ড্রিম আইটি এবং প্রোবফ্লাই আইটি। সেমিনারের মূল আলোচ্য বিষয়গুলো ছিল সাইবার ঝুঁকির মুখোমুখি হওয়ার পর প্রাথমিক প্রযুক্তিগত পদক্ষেপ, ডিজিটাল নিরাপত্তা বজায় রাখার উপায় এবং সাইবার অপরাধের জন্য আইনি সহায়তা লাভের প্রক্রিয়া।

সেমিনারে উপস্থিত প্যানেলিস্টরা সোশ্যাল মিডিয়া সমস্যার জটিলতা সম্পর্কে বিভিন্ন দিক থেকে আলোচনা করেন। কাকতাড়ুয়ার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ইমরান উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া সম্পর্কে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম, তবে এটি নিরাপদে ও দায়িত্বশীলতার সাথে ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজনীয় জ্ঞান থাকা উচিত।”

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান সাইবার অপরাধের বিরুদ্ধে আইনগত সুরক্ষার বিষয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে আপনার অধিকার সম্পর্কে সচেতন হওয়াই প্রথম পদক্ষেপ। আইন প্রয়োগকারী সংস্থা সবসময় আপনাদের পাশে আছে।”

এসআর ড্রিম আইটির এক্সিকিউটিভ মেহেনাজ অর্ণি হ্যাকিং ও অন্যান্য অনলাইন হুমকি থেকে নিরাপদ থাকার প্রযুক্তিগত দিকগুলো আলোচনা করেন। তিনি বলেন, “বেসিক নিরাপত্তামূলক পদক্ষেপ আমাদের গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়গুলোর ব্যাপারে যুবসমাজকে সচেতন করা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ কাজ।”

এসআর ড্রিম আইটির প্রশিক্ষক শায়েক আহমেদ ডিজিটাল স্থিতিস্থাপকতা নিয়ে একটি ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন। তিনি অংশগ্রহণকারীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনার অনলাইন নিরাপত্তা আপনার হাতেই রয়েছে। নিরাপত্তা কৌশলগুলো নিয়মিত চর্চা করুন।”

প্রোবফ্লাই আইটির প্রতিষ্ঠাতা ইমরান আরও বলেন, “আমরা সবাই একসাথে একে অপরকে সাইবার হুমকি থেকে রক্ষার জন্য শিক্ষা ও সচেতনতায় অবদান রাখতে পারি।”

‘ফার্স্ট এইড অফ সোশ্যাল মিডিয়া প্রবলেমস’ সেমিনারটি বাংলাদেশি তরুণদের মধ্যে একটি সুরক্ষিত ডিজিটাল পরিবেশ গড়ে তোলার জন্য কাকতাড়ুয়া এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো কাজ করা ইচ্ছে ব্যক্ত করে। ইএমকে সেন্টারে ২০০+ উৎসাহী অংশগ্রহণকারীদের মাধ্যমে এই সেমিনারটি দায়িত্বশীল সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রয়োজনীয়তা ও সাইবার সচেতনতা সম্পর্কে একটি সফল আলোচনা তৈরি করতে সক্ষম হয়েছে, যা একটি সচেতন ও নিরাপদ ডিজিটাল সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.