The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫

আসছে আদর-বুবলীর ‘পিনিক’

ডেস্ক রিপোর্ট: ঢালিউডে আরও নতুন একটি সিনেমার খবর পাওয়া গেল। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় থাকছেন আদর আজাদ ও শবনম বুবলী।

গত বৃহস্পতিবার সিনেমাটির পোস্টার তথা ফার্স্টলুক প্রকাশিত হয়। সেখানেই ছবির নাম ঘোষণা করা হয়। ইতোমধ্যে শুরু হয়েছে শ্যুটিং, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

ছবির ওই পোস্টারে পাওয়া গেল অ্যাকশনের আমেজ। বিশাল অস্ত্রাগারের মধ্যে পায়ের ওপর পা তুলে বসে আছেন আদর আজাদ। চোখে চশমা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। পুরো ঘরে থরে থরে অস্ত্র সাজানো। ট্যাগ লাইনে লেখা ‘কেউ নিষ্পাপ না’।

সিনেমাটিতে আদর আজাদ, শবনম বুবলী ছাড়াও অভিনয় করছেন আলিরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট।

সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির মাধ্যমে জুটি হিসেবে পথচলা শুরু আদর আজাদ ও শবনম বুবলীর। এরপর সাইফ চন্দনের ‘লোকাল’ ছবি দিয়ে আলোচনায় আসেন তারা। এবার জাহিদ জুয়েলের ‘পিনিক’ ছবিতে দেখা যাবে এই জুটিকে। শোনা যাচ্ছে, আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।

ঈদ মানেই সিনেমার বাজারে নতুন আশা। কারণ, সারা বছরের মধ্যে দুই ঈদেই খানিকটা আলোর মুখ দেখে হল ব্যবসায়ীরা। নির্মাতা, প্রযোজকদেরও পরিকল্পনা থাকে ঈদে সিনেমা নির্মাণের। আজাদ-বুবলীর ‘পিনিক’ হয়তো ঈদে বিশেষ ভূমিকা রাখবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.