২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবার শুরু হয়েছে। আলিম শিক্ষার্থীদের নবম ও দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট করতে হবে। এই অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গতকাল বুধবার থেকে এসব শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। একই দিন থেকে এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমও শুরু হয়েছে। গত মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আলিম পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ২০২০ সালের মার্চে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর শ্রেণি কার্যক্রম বন্ধ হয়ে যায়। শুরু হয় অনলাইন ক্লাস ও অ্যাসাইনমেন্ট। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময় ২০২২ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়। সেপ্টেম্বরে আলিম পরীক্ষার্থীর অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছিল। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। তাই, আবার অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২৬ জানুয়ারি থেকে আলিম পরীক্ষার্থীদের নবম ও দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে। নবম সপ্তাহে আলিম পরীক্ষার্থীরা বাংলা, আল ফিকহ ২য় পত্র, রসায়ন, উর্দু ১ম পত্র, ফার্সি ১ম পত্র, অর্থনীতি এবং পৌরনীতি ও সুশাসন বিষয়ের অ্যাসাইনমেন্ট করবে। দশম সপ্তাহে কোরআন মাজিদ, উচ্চতর গণিত, উর্দু ২য় পত্র ও ফার্সি ২য় পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।