The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪

আম্পায়ারকে পিটিয়ে গুরুতর আহত করলো রাবির শিক্ষার্থীরা

আম্পায়ারের সিদ্ধান্তকে মানতে না পেরে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে গণিত বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলায়।

গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ও ম্যাথমেটিক্স বিভাগের মধ্যকার ফাইনাল ম্যাচে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ও ম্যাথমেটিক্স বিভাগের মধ্যে আন্তঃবিভাগ ক্রিকেট ফাইনাল ম্যাচ চলছিল।

দ্বিতীয় ইনিংসের খেলায় ম্যাথমেটিক্স বিভাগ ব্যাটিং করার সময় রান আউটকে কেন্দ্র করে আম্পায়ারের সঙ্গে ম্যাথমেটিক্স বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। পরে রেফারির সিদ্ধান্তকে মেনে নিয়ে উভয়দল খেলা শেষ করেন।

কিন্তু খেলা শেষ হওয়ার সাথে-সাথে পূর্বের জের ধরে ম্যাথমেটিক্স বিভাগের কয়েকজন শিক্ষার্থী অ্যাম্পায়ারকে স্টাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো হয়েছে।

ফিজিকাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থী শামিন বলেন, আমরা খেলায় জেতার পরে আনন্দ করছিলাম। হঠাৎ ম্যাথমেটিক্সের কয়েকজন ছেলে দৌঁড়ে এসে অ্যাম্পায়ারকে স্টাম্প দিয়ে পেটানো শুরু করে।

গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, আমাদের শিক্ষকরা খেলার সময় মাঠেই ছিলেন। সবকিছু বুঝে ওঠার আগেই কিছু শিক্ষার্থী এমন ঘটনা ঘটিয়েছে। গণিত বিভাগের জন্য এটা খুবই দুঃখজনক।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম. হুমায়ন কবীর বলেন, আজকের এই ঘটনা আমাদের আনন্দঘন মুহূর্তকে কলুষিত করেছে। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই লজ্জাজনক। ক্যাম্পাসে এমন ঘটনা বরদাস্ত করা হবে না। অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত পুরস্কার বিতরণী স্থগিত থাকবে বলে জানান তিনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.